Sanyasi Deshnayak: A Film on Netaji Subhas Bose

ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শীর্ষনেতা নেতাজি সুভাষচন্দ্র বসু তিরিশের দশকে বসিরহাটে পদার্পণকরেছিলেন বসিরহাট তথা বাংলার মানুষকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্যে। আজ বহুদশক পরবসিরহাটের এক সৃজনশীল কৃতি সন্তান শ্রীমান অম্লান কুসুম ঘোষ মহাশয় তাঁর মহত গবেষণাভিত্তিক চলচ্চিত্র“সন্ন্যাসী দেশনায়ক” এর মাধ্যমে সকল বসিরহাটের মানুষের কাছে তুলে ধরতে চলেছেন নেতাজীর অন্তর্ধান রহস্য।বসিরহাট ই-হিউম্যান সোসাইটি এবং নেতাজী প্রেমী বসিরহাট নাগরিক সমাজের এই উদ্যোগকে আন্তরিক স্বাগতজানাই। রাজনৈতিক এবং অরাজনৈতিক মহলের কিছু দুষ্কৃতীদের অমানবিক কার্যকলাপের কাঁটা-ছেঁডায় ক্ষতবিক্ষতআজকের ভারতের যুবসমাজকে নেতাজীর মত দেশপ্রেমীর আদর্শে আবার নতুন করে উদ্বুদ্ধ করার সময় এসেছে।আসুন আমরা সবাই মিলে “নেতাজীঃ এক অম্লান সন্ধান” অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করার প্রয়াস করি।

বসিরহাটের মাটিতে এমন দুর্লভ এই অনুষ্ঠানের আয়োজনে বসিরহাটবাসি হিসাবে সত্যিই নিজেকে সৌভাগ্যবানমনে করছি। ১২ই জুন, রবিবার বসিরহাট টাউন হাইস্কুলের প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে আপনাদের সকলেরউপস্থিতি কামনা করি। যারা সশরীরে উপস্থিত থাকতে পারবেন না তাদের জন্য ফেসবুক লাইভের ব্যবস্থাও করাহয়েছে।

Leave a comment

Follow Worldwide e-Human Society on WordPress.com

Archives

WeHS Visitors

  • 9,881 Hits