বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন

বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হলো সুদূর এক মরুদ্দেশে। দুচারটে বাঙালীর মিলন উৎসব। কিন্তু বাঙালীয়ানা ষোলোআনা।

আবার কিছু বাংলার বন্ধুদের হাতে পৌঁছালো ২০২০র গল্প।

স্মার্ট ফোনের যুগে মহিলাদের ফটো সেশন আর কয়েক মিনিটের হয় না আমরা সবাই জানি। তবুও জায়গার অভাবে একটা ফটোই অনেক বলে ভেবে নিন।


কবিতা পাঠ, গান বাজনা, জমিয়ে আড্ডা আর আঙুল চেটে খাওয়া সন্ধ্যাটাকে জমজমাট করে দিল।

তুষারদা জোনাকী বৌদি, রাহুলদা মায়া বৌদিদের কে মিস করছিলাম সকলেই যাঁরা কিনা একসময় এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন। যাইহোক কোলকাতাতে আপনারা পুঁইশাক চিংড়ি খান। আমরা এই মরুদ্দেশে চিংড়ির মালাইকারিতেই সন্তুষ্ট।

সবাই খুব ভালো থাকুন।

PC: @haldars

Leave a comment

Follow Worldwide e-Human Society on WordPress.com

Archives

WeHS Visitors

  • 9,881 Hits